Printed on Sun Dec 05 2021 7:23:29 PM

মনের অন্দরের খবর জানালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
বিনোদন
প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রিয়াংকা চোপড়াকে দেখা যায়, তিনি কি সত্যি তা-ই? এমন প্রশ্নের জবাবে প্রিয়াংকা জানিয়েছেন, তিনি সত্যিকার অর্থে নিজের ব্যক্তিজীবনকে আড়ালেই রাখেন। তিনি নিজের, স্বামী নিক জোনাস কিংবা পরিবারের যেসব ছবি শেয়ার করেন, সেটাই তার সব কথা নয়। তার জীবনে এমন অনেক কিছু আছে, যা ভক্ত কিংবা পরিচিতরা কখনো জানেন না।

ভিক্টোরিয়া’জ সিক্রেট ভয়েসের পডকাস্টে সম্প্রতি হাজির হয়েছিলেন এ তারকা। হোস্ট ছিলেন আমান্ডা সেডানে। ইন্টারনেট দুনিয়ার অনিরাপদ ও টক্সিক চরিত্র সম্পর্কে প্রিয়াংকা বেশ সচেতন। আর এজন্য তিনি ভার্চুয়াল জগতে নিজের উপস্থিতি নিশ্চিত করেন সতর্কতার সঙ্গে।প্রিয়াংকা বলেছেন, ‘আমি খুবই নিভৃত মানুষ। আমার পরিবার, বাড়িঘর, একান্ত অনুভূতি সযত্নে সবার কাছ থেকে আড়ালে রাখি।’ কোন বিষয়টি আড়ালে রাখতে হবে এটা কীভাবে বাছাই করেন এমন প্রশ্ন ছিল প্রিয়াংকার কাছে। জবাবে বলেন, ‘আমার এখনো সন্তান নেই। তাই সন্তানের বিষয়টা কীভাবে দেখব, সেটা এখনো জানি না। তবে ভবিষ্যতে নিশ্চয়ই আমি সন্তান নিয়ে ভাবব। আমি নিজে নিজে ভাবি, তবে খুব বেশি চিন্তা করি না। হয়তো আমি নিজের কিংবা স্বামীর বা মা-বাবা, ভাই-বোনের ছবি শেয়ার করব। কিন্তু আমার ঘরের নিরাপদ অঙ্গনে কী হচ্ছে, সেটা বাইরের কেউ কখনই জানতে পারবে না।’

নিক-প্রিয়াঙ্কা

প্রিয়াংকা আরো বলেছেন, নারী হিসেবে চলচ্চিত্র দুনিয়ায় তিনি এখন শক্ত ও নিরাপদ অবস্থানে থাকলেও শুরুটা এমন ছিল না। নিজের বাইরে তিনি এক শক্ত খোলস তৈরি করে নিয়েছিলেন শুরু থেকেই। আর সেভাবেই তিনি প্রতিকূল পরিস্থিতিতে টিকে গেছেন। ‘আমি নিজেকে রাস্তার কুকুরের মতো গড়ে তুলেছি যে দরকারে সব করতে পারে। তবে সেটা সবসময় মর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে করেছি।’

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/55331
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ