ময়মনসিংহে কিশোরের মরদেহ উদ্ধার


ময়মনসিংহের সিয়াম মিয়া (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩০ জানুয়ারি শনিবার সকালে জেলার তারাকান্দার কাকনি এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কের পাশের কাকনি বিলের খাদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত সিয়াম ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে এবং স্থানীয় ইসবপুর মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির ছাত্র। এছাড়া ওই কিশোর অটোরিকশার চালক বলেও জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় সিয়াম। আর বাড়িতে না ফেরায় রাতে এলাকায় মাইকিং করা হয়। কিন্তু কোথায় পাওয়া যাচ্ছিল না তাকে। পরে শনিবার সকালে তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সড়কের পাশে কাকনি বিলের খাদে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিচয় শনাক্ত করে তার পরিবারের সদস্যরা লোকজন। অটোরিকশাটি ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা পুলিশের।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে বলেও জানান তিনি।
ভয়েস টিভি/এমএইচ
নিহত সিয়াম ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে এবং স্থানীয় ইসবপুর মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির ছাত্র। এছাড়া ওই কিশোর অটোরিকশার চালক বলেও জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় সিয়াম। আর বাড়িতে না ফেরায় রাতে এলাকায় মাইকিং করা হয়। কিন্তু কোথায় পাওয়া যাচ্ছিল না তাকে। পরে শনিবার সকালে তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সড়কের পাশে কাকনি বিলের খাদে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিচয় শনাক্ত করে তার পরিবারের সদস্যরা লোকজন। অটোরিকশাটি ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা পুলিশের।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে বলেও জানান তিনি।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ