Printed on Tue Jun 06 2023 8:38:02 AM

মসজিদের ভেতরেই বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
সারাদেশ
ইমামের
ইমামের
নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সুল করিম (২৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। ১৩ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চরবাগ্গা গ্রামের মোহাম্মদীয়া জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সুল করিম উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চরবাগ্গা গ্রামের মোহাম্মদীয়া জামে মসজিদের ইমাম এবং উপজেলার চর বৈশাখী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, যোহরের নামাজ পড়তে মুসিল্লরা মসজিদে গেলে দেখতে পায় ইমাম ফ্লোরে পড়ে আছে। তার ডান হাতে পোড়া দাগ ছিল। পরে তাকে উদ্ধার করে সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জানান, গত মাসে তাকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেয়া হয়। ধারণা করা হচ্ছে, তিনি যোহরের নামাজের আজান দেয়ার জন্য সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48887
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ