Printed on Sun Feb 28 2021 6:37:27 PM

সিডনিতে মাছ ধরতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী ডেস্ক
প্রবাসী
মাছ ধরতে গিয়ে
মাছ ধরতে গিয়ে
অস্ট্রেলিয়ার সিডনিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সিডনির পোর্ট ক্যাম্বেলার হিল সিক্সটি লুক আউটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুন্সীগঞ্জের মাহাদী খান (৩৩) ও ফেনীর মোজাফ্ফর আহমেদ (৪২)।

জানা গেছে, লাইফগার্ড ও হাইওয়ে পেট্রোল পুলিশ দুজনকে ডুবে যেতে দেখলে উদ্ধারকাজে অংশ নেয়। উদ্ধারকারীরা হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স নিয়ে উদ্ধারকাজ চালান।

কিন্তু ঘটনাস্থলেই মাহাদী খান এবং উলংগং হাসপাতালে নেয়ার পর মোজাফ্ফর আহমেদ মারা যান।

মাহাদী খান লাকেম্বায় তার বাবা-মায়ের সঙ্গে থাকতেন। বছর খানেক আগে তিনি বিয়ে করেন। তার স্ত্রী এখনও বাংলাদেশেই আছেন। সিডনিতে মাহাদী তার পারিবারিক ব্যবসা দেখাশোনা করতেন।

অন্যদিকে সিডনির ওয়ালি পার্কে বসবাসকারী মোজাফ্ফর আহমেদ লাকেম্বায় বাংলাদেশি মুদির দোকানে কাজ করতেন।

তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/36152
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ