মাথার খুলি নিয়েই চম্পট


রাস্তার ধারেই দাড়িয়েছিল একটি পণ্যবাহী ট্রাক। আর তাতে রয়েছে কয়েকটি বাক্স। ওই বাক্সগুলো চোখ এড়ালনা এক চোরের। তাই সকলের অগোচরে চোর একটি বাক্স নিয়েই চম্পট। বেচারা চোরের কপাল খারাপ বলতেই হয়, কারণ ওই বাক্সে মূল্যবান কোনো সম্পদ ছিল না। মৃত মানুষের মাথা বা কঙ্কালের খুলি দিয়ে বাক্সটি ভর্তি ছিল। এবার ভাবুন, বাক্স খোলার পর চোরের মনের অবস্থা কেমন হবে!
এমনই মজার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কলোরাডোয়। গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কলোরাডোর রাজধানী ডেনভারের পূর্বাংশে এই চুরির ঘটনা ঘটেছে। সেখানে গত বুধবার মাথার খুলিভর্তি বাক্স নিয়ে একটি ট্রাক ডেনভারের এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছিল। বিশেষ প্রয়োজনে চালক পথের ধারে পার্কিংয়ের নির্ধারিত জায়গায় ট্রাকটি থামান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেখানকার পুলিশ জানিয়েছে, বুধবার বেলা আড়াইটা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার মধ্যে থেমে থাকা ট্রাক থেকে একটি বাক্স চুরি হয়। তবে চোরকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ সময় চোর ট্রাকে থাকা বড় আকারের একটি পুতুলও নিয়ে যায়। চুরি হওয়া বাক্সটিতে ‘মানবদেহের নমুনা’ লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ। এরপরও চোর ওই বাক্স নিয়ে যায়। বাক্সভর্তি এ খুলিগুলো চিকিৎসাসংক্রান্ত গবেষণার কাজে ব্যবহার করতে এক জায়গা থেকে অন্যত্র নেওয়া হচ্ছিল।
ভয়েসটিভি/এমএম
এমনই মজার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কলোরাডোয়। গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কলোরাডোর রাজধানী ডেনভারের পূর্বাংশে এই চুরির ঘটনা ঘটেছে। সেখানে গত বুধবার মাথার খুলিভর্তি বাক্স নিয়ে একটি ট্রাক ডেনভারের এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছিল। বিশেষ প্রয়োজনে চালক পথের ধারে পার্কিংয়ের নির্ধারিত জায়গায় ট্রাকটি থামান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেখানকার পুলিশ জানিয়েছে, বুধবার বেলা আড়াইটা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার মধ্যে থেমে থাকা ট্রাক থেকে একটি বাক্স চুরি হয়। তবে চোরকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ সময় চোর ট্রাকে থাকা বড় আকারের একটি পুতুলও নিয়ে যায়। চুরি হওয়া বাক্সটিতে ‘মানবদেহের নমুনা’ লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ। এরপরও চোর ওই বাক্স নিয়ে যায়। বাক্সভর্তি এ খুলিগুলো চিকিৎসাসংক্রান্ত গবেষণার কাজে ব্যবহার করতে এক জায়গা থেকে অন্যত্র নেওয়া হচ্ছিল।
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ