Printed on Sat Jul 31 2021 6:12:24 AM

মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

হিলি প্রতিনিধি
সারাদেশ
বন্ধুর
বন্ধুর
হিলিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে শাকিল (১৯) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বন্ধু রাসেলকে (২০) আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

৯ জুলাই শুক্রবার রাত সাড়ে ১২টার সময় হিলি সীমান্তের ধরন্দা (ফকিরপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার ধরন্দা এলাকার মৃত হুরুর ছেলে।

১০ জুলাই শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ জানান, গেলো মধ্য রাতে উপজেলার ধরন্দা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই বন্ধুর মাঝে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় রাসেল তার বন্ধু শাকিলকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠায়। তবে রাস্তার তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে রাসেলকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিষয়ে হাকিমপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃত রাসেল একই এলাকার আব্দুর রহিমের ছেলে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48620
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ