Printed on Fri May 14 2021 5:30:54 PM

মেয়েকে নিয়ে বই লিখছেন মিথিলা

বিনোদন ডেস্ক
বিনোদন
মিথিলা
মিথিলা
তাহসান অথবা সৃজিত নয় একমাত্র সন্তান আইরাকে নিয়ে সিরিজ বই লিখছেন মিথিলা। ‘আইরা আর মায়ের অভিযান’ নামের এই সিরিজের প্রথম বইয়ের নাম ‘তানজানিয়া দ্বীপে’।

এরমধ্যে বইটি লেখা শেষ। সেটি এখন প্রস্তুত হচ্ছে আসছে বইমেলায় প্রকাশের জন্য। এটি প্রকাশ হচ্ছে ‘লাইট অফ হোপ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে।

মিথিলা জানান, এই সিরিজটি লেখার পরিকল্পনা করেছেন মূলত তার ও আইরার ভ্রমণের গল্পগুলো সবার সামনে তুলে ধরার জন্য। যেটি পড়ে বাচ্চারা যেমন মজা পাবেন, তেমনি অজানা দেশগুলো সম্পর্কেও জানতে পারবে। সঙ্গে মা-মেয়ের ভ্রমণের স্মৃতিটাও সংরক্ষিত হলো।

মিথিলা বলেন, ‘শিশুদের জন্য আগেও আমি বই লিখেছি। আমার পড়াশোনা ও কাজটাও হচ্ছে শিশুদের নিয়েই। তবে এই সিরিজটি আমার স্বপ্নের প্রজেক্ট। এটা অনেক দিনের ভাবনা, আইরা আর আমার ভ্রমণের গল্প নিয়ে বই প্রকাশের। যেন আমাদের গল্পগুলো অন্য সব মা-বাবা ও শিশুর সঙ্গে ভাগাভাগি করতে পারি। এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে।’

মিথিলা জানান, সিরিজের প্রথম বইটিতে থাকবে তানজানিয়া দ্বীপে মা-মেয়ের অভিজ্ঞতার গল্প। যেখানে থাকছে না তাহসান অথবা সৃজিতের গল্প।

মিথিলার ভাষায়, ‘তানজানিয়ায় আইরা প্রথম গেছে মাত্র ৪ বছর বয়সে। এই বইয়ে সেই সময়ের গল্প থাকছে।’

কিছু দিন আগেই স্বামী সৃজিত মুখার্জি এবং কন্যা আইরাসহ কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন মিথিলা। ৩ মার্চ আবার কলকাতায় ফিরে গেছেন। কিছু দিনের মধ্যেই ঢাকায় ফিরে ঈদের কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38287
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ