শরীরকে ফলের সঙ্গে তুলনা মীরা কাপুরের


বড় পর্দায় দেখা যায়নি তাকে। নেই ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর সঙ্গে সম্পর্ক। কিন্তু যে কোনো নায়িকাকে টক্কর দিতে পারেন তিনি। মীরা কাপুর। শাহিদ কাপুরের স্ত্রী।
১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সামিজক যোগাযোগমাধ্যমে পারদ চড়ালেন তারকা-পত্নী।
ইনস্টাগ্রামে গোয়া ট্রিপের বিকিনি পরা ছবি দিয়ে তাক লাগালেন মীরা। দেখা যাচ্ছে পুলের সামনে খয়েরি রঙের টু পিসে খোলা চুলে দাঁড়িয়ে মীরা। শরীর ঢাকা হালকা শ্রাগে।
ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিকিনি বডি অনেকটা অ্যাভোক্যাডোর মতো হয়। সারা জীবন তুমি এমন দেহ পাওয়ার জন্য অপেক্ষা করবে, কিন্তু একদিনেই আবার সেটা নষ্ট হয়ে যেতে পারে।’ এর সঙ্গেই #ড্রিমিং জুড়ে দিয়েছেন মীরা।
[caption id="attachment_35534" align="alignnone" width="1024"]
ছবি: ইন্সটাগ্রাম থেকে[/caption]
ছবি পোস্ট হওয়ার ৯ ঘণ্টায় ২ লাখ ২১ হাজারের ওপর লাইক পড়েছে এই ছবিতে।
ভয়েস টিভি/এসএফ
১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সামিজক যোগাযোগমাধ্যমে পারদ চড়ালেন তারকা-পত্নী।
ইনস্টাগ্রামে গোয়া ট্রিপের বিকিনি পরা ছবি দিয়ে তাক লাগালেন মীরা। দেখা যাচ্ছে পুলের সামনে খয়েরি রঙের টু পিসে খোলা চুলে দাঁড়িয়ে মীরা। শরীর ঢাকা হালকা শ্রাগে।
ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিকিনি বডি অনেকটা অ্যাভোক্যাডোর মতো হয়। সারা জীবন তুমি এমন দেহ পাওয়ার জন্য অপেক্ষা করবে, কিন্তু একদিনেই আবার সেটা নষ্ট হয়ে যেতে পারে।’ এর সঙ্গেই #ড্রিমিং জুড়ে দিয়েছেন মীরা।
[caption id="attachment_35534" align="alignnone" width="1024"]

ছবি পোস্ট হওয়ার ৯ ঘণ্টায় ২ লাখ ২১ হাজারের ওপর লাইক পড়েছে এই ছবিতে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ