Printed on Tue Aug 03 2021 12:03:24 PM

নুসরাতকে নিয়ে মীরের এ কেমন রসিকতা!

বিনোদন ডেস্ক
বিনোদন
মীরের
মীরের
বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না নুসরাতের। প্রতিদিনই শিরোনামে উঠে আসছে তার নাম। বারবারই কটাক্ষের মুখে পড়ছেন অভিনেতা। সকলের উপস্থিতিতে ধুমধাম করে বিয়ে করার পর, বর্তমানে তার সোশ্যাল মিডিয়া ভরে থাকছে কুমন্তব্যে। এবার এই দলে নাম লেখালেন মীরাক্কেলের উপস্থাপক মীর আফসার আলী।

নুসরতের মন্তব্য নাড়িয়ে দিয়ে গিয়েছে সকলকে। নিখিলকে প্রকাশ্যে বিয়ে করেও সেই সম্পর্ককে ‘লিভ-ইন’ বলায় অভিনেত্রী-সাংসদকে ক্রমাগত আক্রমণ করছেন সকলে। শুক্রবার ইউরো কাপে ইটালি এবং তুরস্ক লড়েছিল। সেই ম্যাচে ইটালির জয় হয়, হার মানে তুরস্ক। এই তুরস্কেই ধুমধাম করে বিয়ে করেছিলেন নুসরাত। প্রথম ম্যাচ চলাচালীনই মীরের একটি পোস্ট ফের উস্কে দেয় জল্পনা। যদিও নুসরতের নাম নিয়ে বা তাকে সরাসরি আক্রমণ করেন নি অভিনেতা। মীর তার পোস্টে লেখেন, ‘ এটি ইউরো কাপ ২০২০, এখানে আজ ইটালির সঙ্গে আর একটা দেশের খেলা যে দেশে কেউ এক জন বিয়ে করেছিলেন, বা করেননি’।

নুসরাত জানিয়েছিলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুসারে তাদের বিয়ে অবৈধ। তারা রেজিষ্ট্রিও করেন নি। আর দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিয়ের ক্ষেত্রে যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই তিনি এবং নিখিল সহবাস করেছেন, তাদের বিয়েই হয় নি। মীরের এই পোস্ট সেই কথাই তুলে ধরেছেন বলে মনে করছেন নেটিজেনরা। এর আগেও শ্রীলেখা ও তথাগত এই প্রসঙ্গে মুখ খোলেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/46659
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ