Printed on Thu Jun 24 2021 12:53:30 AM

সুচিত্রা সেনের নাতনির ভেজা বসনে মুগ্ধ অনুরাগীরা

বিনোদন ডেস্ক
বিনোদন
মুগ্ধ
মুগ্ধ
নীল জলে ভেজা শরীর আর কালো-পোশাকে সুচিত্রা নাতনি অভিনেত্রী রাইমা সেনের ছবিতে মুগ্ধ নেটাগরিকরা। কখনও ইনস্টাগ্রামে ছবি হয়ে আসছেন, কখনও বা স্টোরিতে ছোট্ট ভিডিওয়। করোনা অতিমারিতে তার ছবির সম্ভার যেন আরও রং পাচ্ছে।

সুইমিং পুল থেকে উঠে আসছেন অভিনেত্রী। দোলনায় আরাম করে বসে দোল খাচ্ছেন। দু’টি ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন দু’টি মুহূর্ত। পরনে রয়েছে কালো স্নান পোশাক। চোখে কালো চশমা। ভিজে চুল তাঁর কাঁধ ছুঁয়েছে। প্রথম ভিডিয়োয় লেখা, ‘সপ্তাহান্তের আমেজ’। দ্বিতীয়টিতে বাজছে ইংরেজি গান।

যদিও এবারে ক্যামেরার পিছনে ছিলেন অন্য কেউ। কিন্তু তার আগের কয়েকটি ছবিতে সৌজন্যের জায়গা ভরাট ছিল কেবল এক জনের নামেই। তারকা চিত্রগ্রাহক তথাগত রায়। যার সঙ্গে রাইমার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটমাধ্যমে।

১৫ মে রাইমার ছাদে একাধিক ছবি তোলেন তথাগত। সে কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তার সেই সব খোলামেলা পোশাকের ছবি নিয়ে যথেষ্ট বিতর্কও শুরু হয়েছিল নেটমাধ্যমে

দু’দিন আগে চিত্রগ্রাহকের ইনস্টাগ্রামে রাইমার একটি ছবি দেখা যায়। সাদা রঙের অন্তর্বাস ও সাদা টি-শার্টে বসে রয়েছেন অভিনেত্রী। ছবির সৌজন্যে তথাগতের নিজের নাম লেখা। নীচে তথাগত কারও উক্তি দিয়েছেন। যার অর্থ, সেই মেয়েটি যখন বাস্তব দুনিয়া থেকে পালাতে চায়, তখন আমার দিবাস্বপ্নে ধরা দেয়। রাইমা সেনের ছবি ও তার নীচের লেখা যেন নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছিল।

কিন্তু তথাগত রাইমার ছবি দেয়া বন্ধ করেননি। শনিবারও তার ছবি পোস্ট করেছেন নিজের প্রোফাইলে। সেই এক লেখাই রয়েছে ছবির নীচে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/46119
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ