মুণ্ডাদের জীবন-জীবিকা নিয়ে উপন্যাস ‘বাঁনচা রেনা’


এবারের অমর একুশে গ্রন্থমেলা ২০২১ এ ক্ষুদ্র নৃগোষ্ঠী মুণ্ডাদের নিয়ে লেখা বরেন্দ্র ফরিদের উপন্যাস ‘বাঁনচা রেনা’ বেরিয়েছে। উপন্যাসটি পাওয়া যাচ্ছে চিত্রা প্রকাশনীর স্টলে (স্টল নং ৩৩৯-৩৪০)।
ক্ষুদ্র-নৃগোষ্ঠী মুণ্ডাদের ভাষায় 'বাঁনচা রেনা'র বাংলা অর্থ 'অস্তিত্বের জন্য'। তাদের জীবন, ভাষা, বেঁচে থাকার লড়াই-এ সবই উপন্যাসটির মূল উপজীব্য। বইটির প্রধান আকর্ষণ, কথপোকথন; যা সম্পূর্ণ মুণ্ডা ভাষাতেই রচিত।
মুণ্ডাদের বঞ্চনা, অধিকার না পাওয়ার বেদনা, বেঁচে থাকার নূন্যতম চাহিদা, তাদের শৃঙ্খলিত জীবনে প্রভাবশালীদের হস্তক্ষেপে কীভাবে তারা অস্তিত্বহীন হয়ে পড়ছে, আবার তাদের সংঘবদ্ধ হওয়া এবং প্রতিকূলতার বিপক্ষে লড়াই করে কীভাবে টিকে আছে এই নৃগোষ্ঠী- সেসবই উপন্যাসটির মূল প্রতিপাদ্য।
মুণ্ডা কথপোকথন সত্ত্বেও পাঠকের বুঝে নিতে কষ্ট হবে না মোটেই। বরং এই বইয়ের মাধ্যমে পাঠক পাবেন নতুন এক ভাষার স্বাদ।
লেখক ও সাংবাদিক বরেন্দ্র ফরিদের সাহিত্যাঙ্গনে পদচারণা ৪৫ বছর ধরে। প্রচারবিমুখ লেখক বাংলার প্রত্যন্ত এলাকা থেকে লিখছেন বাংলার পথ-ঘাট, নদ-নদী ও সহজ-সরল মানুষের উপাখ্যান। তারই ধারাবাহিকতায় এই উপস্থাপনা।
আরও পড়ুন : এবার ফেব্রুয়ারিতে হচ্ছে না একুশে বইমেলা
ভয়েস টিভি/এমএইচ
ক্ষুদ্র-নৃগোষ্ঠী মুণ্ডাদের ভাষায় 'বাঁনচা রেনা'র বাংলা অর্থ 'অস্তিত্বের জন্য'। তাদের জীবন, ভাষা, বেঁচে থাকার লড়াই-এ সবই উপন্যাসটির মূল উপজীব্য। বইটির প্রধান আকর্ষণ, কথপোকথন; যা সম্পূর্ণ মুণ্ডা ভাষাতেই রচিত।
মুণ্ডাদের বঞ্চনা, অধিকার না পাওয়ার বেদনা, বেঁচে থাকার নূন্যতম চাহিদা, তাদের শৃঙ্খলিত জীবনে প্রভাবশালীদের হস্তক্ষেপে কীভাবে তারা অস্তিত্বহীন হয়ে পড়ছে, আবার তাদের সংঘবদ্ধ হওয়া এবং প্রতিকূলতার বিপক্ষে লড়াই করে কীভাবে টিকে আছে এই নৃগোষ্ঠী- সেসবই উপন্যাসটির মূল প্রতিপাদ্য।
মুণ্ডা কথপোকথন সত্ত্বেও পাঠকের বুঝে নিতে কষ্ট হবে না মোটেই। বরং এই বইয়ের মাধ্যমে পাঠক পাবেন নতুন এক ভাষার স্বাদ।
লেখক ও সাংবাদিক বরেন্দ্র ফরিদের সাহিত্যাঙ্গনে পদচারণা ৪৫ বছর ধরে। প্রচারবিমুখ লেখক বাংলার প্রত্যন্ত এলাকা থেকে লিখছেন বাংলার পথ-ঘাট, নদ-নদী ও সহজ-সরল মানুষের উপাখ্যান। তারই ধারাবাহিকতায় এই উপস্থাপনা।
আরও পড়ুন : এবার ফেব্রুয়ারিতে হচ্ছে না একুশে বইমেলা
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ