Printed on Tue Apr 13 2021 6:33:33 PM

মুন্সিগঞ্জে সালিশে সংঘর্ষ : নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
মুন্সিগঞ্জে
মুন্সিগঞ্জে
মুন্সিগঞ্জে সালিশে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ-মিছিল করা হয়েছে। ২৫ মার্চ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিহত তিনজনের মধ্যে ইমনের মরদেহ নিয়ে মিছিল বের করেন নিহতদের স্বজন ও এলাকাবাসী।

পরে পুলিশি বাধার মুখে পড়লেও মিছিলটি উত্তর ইসলামপুর থেকে শহরের প্রধান সড়ক ও প্রেসক্লাব হয়ে পুনারায় ইসলামপুরে ফিরে যায়।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই মো. ইমন হোসেন (২২) ও হাসপাতালে নেয়ার পথে মো. সাকিব হোসেন (১৯) ও আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওলাদ হোসেন মিন্টুর (৪৭) মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায়, সদর উপজেলার ইসলামপুর এলাকায় ইভটিজিংয়ের একটি ঘটনা নিয়ে বুধবার রাত ১০টার দিকে বিচার সালিশ শুরু হয়। তবে তা মিথ্যা প্রমাণিত হলে স্থানীয় কিশোর সৌরভ ও ইমনের মধ্যে হাতাহাতি হয়।

এ সময় সৌরভ গ্রুপ ও ইমন গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। পরবর্তীতে সেই মারামারি রক্তক্ষয়ী সংঘর্ষে ছড়িয়ে যায়।

মুন্সিঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতারসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/39800
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ