Printed on Wed Jul 28 2021 6:04:48 PM

সিদ্ধান্ত পরিবর্তন করেছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম
বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে মুশফিকুর রহিম জানিয়েছিলেন এই সফরের টি-টোয়েন্টি সিরিজ তিনি খেলবেন না। কিন্তু জিম্বাবুয়েতে যাওয়ার পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। পূর্ণাঙ্গ সিরিজই খেলবেন তিনি।

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন না মুশফিক। তবে সেই তালিকায় যুক্ত হয়েছে তার নামও। টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে আসার কথা বলে সফরে গেলেও এখন টি-টোয়েন্টি খেলেই একেবারে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাটসম্যান।

মুশফিকের সিদ্ধান্ত পরিবর্তনের পেছনের কারণ অবশ্য জানা যায়নি। তবে দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে পাওয়া যাবে পুরো সফরেই এটিই বাংলাদেশের জন্য সুখবর।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অবশ্য হালকা চোটে পড়েছিলেন মুশফিক। টেস্ট ম্যাচেও ভালো করতে পারেননি। টেস্টে উইকেটরক্ষণের দায়িত্বে না থাকা মুশফিককে ম্যাচটিতে তাকে খুব একটা ফিল্ডিং করতেও দেখা যায়নি। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৬ জুলাই। সিরিজের পরবর্তী দুইটি ম্যাচ হবে ১৮ ও ২০ জুলাই। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ জুলাই। পরবর্তী ম্যাচ দুইটি হবে ২৫ ও ২৭ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে।

ভয়েস টিভি / আইএ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48854
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ