Printed on Sun Dec 05 2021 8:49:27 PM

মুসলিম নুসরাত সিঁদুর পরে যশের সঙ্গে পূজায়!

বিনোদন ডেস্ক
বিনোদন
সিঁদুর পরে
সিঁদুর পরে
সিঁথিতে সিঁদুর পরে যশদাশ গুপ্তের সঙ্গে বিশ্বকর্মা পূজা দেখেতে গেলেন কলকাতার এই সময়ের সবচেয়ে আলোচিত চিত্রনায়িকা নুসরাত জাহান। ১৭ সেপ্টেম্বর শুক্রবার তারা একসঙ্গে পূজার অনুষ্ঠানে যান। দুই তারকার পূজার ছবি নেটিজেনদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ছবিতে দেখা যায়, হালকা গোলাপি রঙের কুর্তা পরেছেন নুসরাত। হাতে সোনার চুড়ি, কানে সোনার দুল। পরিপাটি করে আঁচড়ানো চুল, মাঝে সিঁথিতে স্পষ্ট সিঁদুর। একটি ছবিতে জনসংযোগ কর্মী রণজিতের সঙ্গে নুসরত। অন্যটিতে নুসরত এবং রণজিতের সঙ্গে যশ। তার পরনে হালকা নীল শার্ট এবং জিনস।

নুসরাত এবং সিঁদুর, এই দুই বিষয়ের যোগসূত্র অনেক দিনের। নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর মিমি চক্রবর্তী এবং নুসরাত সংসদে গিয়েছিলেন।

ইসলাম ধর্মাবলম্বী হয়ে সিঁদুর পরার জন্য তাকে কটাক্ষের শিকার হতে হয়। তার পরে নিখিলের সঙ্গে বিচ্ছেদের পর যশ এবং নুসরাতকে দক্ষিণেশ্বর মন্দিরে দেখা যায়। সেখানে মদন মিত্রও উপস্থিত ছিলেন। তখনও নুসরাত সিঁদুর, শাখা-পলা পরেছিলেন। এ বারও সদ্য মা হওয়া নুসরত জোর বিতর্কেত মাঝে সিঁদুর পরে দেখা দিলেন। সঙ্গে তার সন্তানের বাবা যশ।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/53932
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ