চারদিন পর দেশে করোনায় ১ জনের মৃত্যু


টানা চারদিন করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এরপর গেলো ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আবার বেড়েছে নতুন রোগীর সংখ্যাও। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে।
সোমবার ২৮ মার্চ স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৭ মার্চ সকাল ৮টা থেকে ২৮ মার্চ সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। গত চার দিনে (২৭, ২৬, ২৫ ও ২৪ মার্চ) করোনায় কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮১ জন। রবিবার অধিদফতর ৪৩ জন শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ, গতকাল ছিল শূন্য দশমিক ৫৪ শতাংশ।
অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮১ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলো ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জন, আর মারা যাওয়া একজনকে এখনও পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ১১৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯৩ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৯ হাজার ৫৩৪টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৩৯৭টি। দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এককোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৩৫১টি।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৫৭ হাজার ৬৪৭টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৩৯ হাজার ৭০৪টি।
ভয়েসটিভি/আরকে