Printed on Tue Aug 03 2021 9:54:23 AM

বন্যায় ভেঙে যাওয়া সড়ক মেরামত করল ছাত্রলীগ

কুড়িগ্রাম প্রতিনিধি
সারাদেশ
মেরামত
মেরামত
কুড়িগ্রামে স্বেচ্ছাশ্রমে বন্যায় ভেঙে যাওয়া একটি সড়ক মেরামত করেছে জেলা ছাত্রলীগ। ৮ জুলাই বৃহস্পতিবার ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কটিতে বালুর বস্তা ফেলে মেরামত করে।

ধরলার প্রবল স্রোতে কয়েকদিন আগে সদর উপজেলার শুলকুরবাজারের সড়কটি ভেঙে গেলে যাত্রাপুর, পাঁচগাছি, ঘোগাদহ, বেগমগঞ্জ ও ভোগডাঙা-এই ৫টি ইউনিয়নের মানুষ যাতায়াতের ভোগান্তিতে পড়ে। পণ্য আনা নেয়া ও মানুষ চলাচল করতে হতো নৌকার সাহায্যে।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, সাবেক সহ-সভাপতি ফিরোজ শাহী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আশরাফুল ইসলাম, কুড়িগ্রাম পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও সোলায়মান গাদ্দাফিসহ ছাত্রলীগের কয়েকশ কর্মী সড়ক মেরামত কাজে অংশ নেন। সেখানে প্রায় ৫ শ বালু ভর্তি বস্তা ফেলা হয়।

ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্যোগে ভাঙা সড়কটি মেরামত হওয়ায় খুশি স্থানীয়রা। শুলকুর বাজারের ব্যবসায়ী মেহেরুল করিম জানান, বন্যায় বাইপাস সড়কটি ডুবে যাওয়ায় মানুষ চলাচল ও পণ্য আনা নেয়া কঠিন হয়ে গিয়েছিল। ছাত্রলীগের উদ্যোগে রাস্তা মেরামত হওয়ায় জনদুভোর্গ অনেক কমে যাবে।

স্থানীয় স্কুল শিক্ষক লিটন মিয়া বলেন, ‘ছাত্র সংগঠনের এ ধরনের গঠনমূলক কাজ অবশ্যই প্রশংসার দাবি রাখে।’

জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, ‘শুলকুর বাজারে একটি সেতুর কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় বাইপাস সড়কটি দিয়ে মানুষ চলাচল করত। দুই লাখ মানুষের চলাচলের একমাত্র সড়কটি বন্যায় ভেঙে যায়। সড়কটি মেরামত ও সংস্কার কাজে অংশ নিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা কৃষকের ধান কাটা, মাস্ক বিতরণসহ নানা ধরনের গঠনমূলক ও মানবিক কাজে অংশগ্রহণ করছে।’

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48496
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ