Printed on Sun Sep 19 2021 10:49:06 PM

বিস্মিত হয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
মেসি বার্সেলোনা
মেসি বার্সেলোনা
বার্সেলোনা ছাড়ার খবরে হাজারো মেসি ভক্তের মন খারাপ, মন ভালো নেই ক্লাব কর্তৃপক্ষেরও। ভীষণ কষ্ট পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিও।


বার্সেলোনার সাথে দীর্ঘ ২১ বছরের বিচ্ছেদ ঘটতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির। ২০০০ সালের ১৭ সেপ্টেম্বর বার্সেলোনায় পা রেখেছিলেন মেসি। বার্সেলোনার প্রাণভোমরা হয়েছিলেন টানা ২১ বছর।


অসংখ্য স্মৃতি বিজড়িত ক্লাব এবং কোটির ভক্ত অনুরাগীর ভালোবাসাকে সঙ্গী করে মেসি থাকতে চেয়েছিলেন বার্সেলোনাতেই।


বার্সা তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি আর থাকছেন না বার্সায়।


বার্সেলোনা ও মেসি দুই পক্ষই চুক্তির ব্যাপারে তাদের ইচ্ছার কথা প্রকাশ করলেও আর্থিক ও কাঠামোগত কিছু প্রতিবন্ধকতার কারণে তা আর সম্ভব হচ্ছে না।


গতকাল দুপুরে মেসির বাবা হোর্হে মেসি বার্সা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেছিলেন। সেখানেই বার্সার পক্ষ থেকে জানানো হয়, চুক্তি নবায়ন হচ্ছে না। বাবার কাছ থেকে খবরটা শোনেন মেসি। এতে মেসি ভীষণ কষ্ট পেয়েছেন। এতদিন আলোচনা চলার পর হঠাৎ এমন খবরে মেসি বিস্মিতও হয়েছেন।


ভয়েস টিভি/আইএ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/50348
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ