Printed on Sun Jun 26 2022 8:03:51 PM

মেয়েকে নিয়ে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করলেন মিথিলা

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
মোড়ক উন্মোচন
মোড়ক উন্মোচন
জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা লেখালেখির সঙ্গেও যুক্ত রয়েছেন। গত বছরের বইমেলায় তার মেয়েকে নিয়ে ভ্রমণবিষয়ক একটি বই বই প্রকাশ করেছিলেন তিনি। যার নাম ছিলো ‘আইরা আর মায়ের অভিযান: তানজানিয়ার দ্বীপে’। এবারও তিনি মেয়েকে সঙ্গে নিয়ে সেই বইয়ের সিরিজ বের কলেন।

৫ মার্চ শনিবার দুপুরে বইমেলার শিশু চত্বরে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন মিথিলা ও তার মেয়ে আইরা।

এর আগে বইটি প্রকাশের সময় মিথিলা জানিয়েছিলেন, ভ্রমণবিষয়ক বইটি সিরিজ আকারে বের হবে। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ হয়েছে তার লেখা ভ্রমণবিষয়ক সিরিজের আরেক বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’।

এ সময় মিথিলা জানান, আফ্রিকার তানজানিয়া সাফারি পার্কে মেয়ে আইরার সঙ্গে ঘুরে বেড়ানোর গল্প তুলে ধরা হয়েছে বইটিতে।

বইটি প্রসঙ্গে মিথিলা বলেন, ‘সিরিজটি আমার কাছে অনেক স্বপ্নের। আমাদের মা-মেয়ের ঘুরে-বেড়ানোর গল্পগুলো সব মা-বাবা ও শিশুর সঙ্গে ভাগাভাগি করতেই এই সিরিজ লেখা। ৪ থেকে ৮ বছরের শিশুরা গল্পটি পড়লে বা শুনলে রোমাঞ্চ অনুভব করবে। ’

আরও পড়ুন: জন্মদিনে মিথিলার চির যৌবন কামনা সৃজিতের

‘আফ্রিকায় সিংহের খোঁজে’ বইটির প্রচ্ছদ এঁকেছেন মহাইমেনুল রাকিব নিটল। অ্যাডভেঞ্চার ঘরানার শিশুতোষ এই বইটি প্রকাশ করছে লাইট অব হোপ। বইমেলায় তাদের স্টল নম্বর ১৯৫। এছাড়াও কয়েকটি অনলাইন শপ থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

বর্তমানে কলকাতায় ‘মন্টু পাইলট’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন মিথিলা। এতে তার বিপরীতে আছেন সৌরভ দাস। এটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য। এছাড়া পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু করবেন এই অভিনেত্রী।

ভয়েসটিভি/আরকে
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/68556
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ