Printed on Sat Jul 02 2022 5:29:20 PM

মৌচাকের মালিকানা নিয়ে ঝগড়ার মাঝেই ঢিল, হুলে আহত ২০

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
মৌচাকের
মৌচাকের
দুই প্রতিবেশীর বাড়ির মাঝখানে তেঁতুলগাছে চাক বেঁধেছে মৌমাছি। মৌচাকের মালিকানার দাবি দুই প্রতিবেশীরই। এ নিয়ে দ্বন্দ্ব যখন তুঙ্গে, এরই মধ্যে পাড়ার ডানপিটে কিশোররা ঢিল ছোড়ে মৌচাকে। এরপর এলাকাজুড়ে মানুষের ওপর চলে মৌমাছিদের দল বেঁধে আক্রমণ।

মৌমাছির হুলে পথচারীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে।

বরগুনা পৌর শহরসংলগ্ন গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা সড়কের মুক্তিযোদ্ধা পল্লি এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৌমাছির আক্রমণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চরকলোনি এলাকার মাহিউদ্দীন অপু ও খাজুরতলা এলাকার লিয়া আক্তার। প্রাথমিক চিকিৎসা নিয়েছে কুমরাখালী এলাকার কিশোরী নাজমা বেগম, বরইতলা এলাকার শিমু, লাকুরতলা এলাকার মরিয়ম বেগম ও টাউন হল এলাকার আফরোজা বেগম।

স্থানীয়রা জানান, খেজুরতলা এলাকার সুমন ও বারেক নামে দুজনের বাড়ির সামনে তেঁতুলগাছের মৌচাক নিয়ে দ্বন্দ্ব চলে। এ সুযোগ স্থানীয় কিছু বখাটে প্রায়ই ওই মৌচাকে ঢিল ছোড়ে। এ নিয়ে একাধিকবার পথচারীরা মৌমাছির আক্রমণে আহত হয়।

আহত নাজমা বেগম জানান, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মৌচাকে হঠাৎ করে এলাকার কয়েকজন কিশোর মৌচাকে ঢিল ছোড়ে। এতে ক্ষিপ্ত হয়ে মৌমাছিরা ঝাঁক বেঁধে ছুটে এসে পথচারীদের হুল ফোটোনো শুরু করলে তিনিসহ বেশ কয়েকজন আহত হন।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক মনোয়ারা বেগম প্রভা জানান, মৌমাছির আক্রমণে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/65604
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ