Printed on Tue May 18 2021 2:13:14 AM

মৌসুমী পুত্রবধূর যে ছবিগুলো ভাইরাল

বিনোদন ডেস্ক
বিনোদন
মৌসুমী
মৌসুমী
ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি। চলচ্চিত্রে পর্দায় নয়, এবার বাস্তবেই শ্বশুর-শাশুড়ি হলেন এই তারকা দম্পতি।

মৌসুমী

গত ২৬ মার্চ মৌসুমী-সানি দম্পতির একমাত্র পুত্র ফারদিন এহসান স্বাধীন বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের পুত্রবধূর নাম সাদিয়া রহমান আয়েশা। স্বাধীন-সাদিয়া নবদম্পতির বেশকিছু ছবি নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে। ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের টাইমলাইনে।

মৌসুমী

আগামী ৯ এপ্রিল একটি পাঁচতারা হোটেলে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা থাকলেও তা হচ্ছে না। বরং ঈদুল ফিতরের পর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন ওমর সানি।

মৌসুমী

কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশা। মা–বাবার সঙ্গে কানাডায় থাকেন। সেখানেই বেড়ে ওঠা ও পড়াশোনা করেছেন তিনি

মৌসুমী

কয়েক মাসে আগে ফারদিনের সঙ্গে সাদিয়া রহমান আয়েশার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। এরপর তা ভালো লাগা ও ভালোবাসায় রূপ নেয়।

মৌসুমী

পরে নিজেদের কথা দুই পরিবারকে জানান ফারদিন-সাদিয়া। পরবর্তীতে পারিবারিকভাবে বিয়ের দিন-ক্ষণ চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন : নাটক সিনেমা নয় সরাসরি সাপের নৃত্য দেখলো গ্রামবাসী
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/40448
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ