Printed on Wed May 05 2021 10:30:22 PM

করোনায় ময়মনসিংহ মেডিকেলের জেষ্ঠ্য নার্সের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
ময়মনসিংহ
ময়মনসিংহ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহমুদা পারুল (৪৫) মারা গেছেন।

তিনি জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন তিনি।

৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এর আগে ৩০ নভেম্বর করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যান্সারে আক্রান্ত মাহমুদা পারুল হার্ট ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে প্রায় এক সপ্তাহ আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ৩০ নভেম্বর করোনা পরীক্ষা করা হলে তার রিপোোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে আইসিইউতে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে ওই হাসপাতালে ৩৪ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসা নিচ্ছেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/26405
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ