Printed on Fri Sep 17 2021 12:50:53 AM

ময়মনসিংহে পুকুরে নেমে আসামি ধরেছে পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
ময়মনসিংহে
ময়মনসিংহে
ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে নেমে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন উপজেলার ৮ নম্বর সিংরইল ইউনিয়নের হরিপুর আলাবক্সপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

৩ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভয়েস টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, সোমবার দুপুরে অন্য একটি ঘটনা তদন্তে করতে উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর আলাবক্সপুর গ্রামে মোটরসাইকেলে করে যাওযার পথে আমাদের দেখে জসিম উদ্দিন পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে মোটরসাইকেল থেকে নামতেই জসিম দৌড় দেয়। আমরাও তার পিছু দৌড় দিলে সে কিছুটা দূরে গিয়ে একটি পুকুরে নেমে পড়ে। এমতাবস্থায় আধাঘন্টা পার হলেও পুকুর থেকে না উঠলে আমাদের একজন পুলিশ পুকুরের পানিতে নেমে তাকে হাতকড়া পরিয়ে আটক করে। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, জসিম অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

থানা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৫ জানুয়ারি অবৈধ অস্ত্র মামলায় আদালত গ্রেফতার জসিম উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়াও ঢাকার দক্ষিণখান থানার ২০১৪ সালের আরেকটি মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/50166
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ