Printed on Tue Aug 03 2021 11:36:01 AM

ময়মনসিংহ মেডিকেলে আরও ১১ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
আরও ১১ জনের
আরও ১১ জনের
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

ভয়েস টিভিকে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

করেনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের সালেহিন আহমেদ সাদেক (৩৫), এলাচি বেগম (৭০), ঈশ্বরগঞ্জের সরবিন্দু (৭২), বানু চন্দ্র দাস (৫৬), মুক্তাগাছার নারায়ণ পাল (৭৫) ও টাংগাইলের শফিপুর উপজেলার শামসুল হক (৭০)।

এছাড়া উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের খাতেমুন্নেসা (৯৬), ত্রিশালের রাশিদা (৬০), জামালপুর সদরের আব্দুস রশিদ (৬৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার হেলাল (৪০) ও একই উপজেলার সুমতি পাল (৩৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, বর্তমানে করোনা ইউনিটে ২৭২ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ৩৭ জন। আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ২২ জন। গত ২৪ ঘন্টায় ৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, নতুন করে ৭১৭ টি নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ২৫ দশমিক ৬৬ শতাংশ।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48154
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ