Printed on Thu Sep 23 2021 12:46:15 PM

ময়মনসিংহ মেডিকেলে আরও ৭ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
৭ জনের
৭ জনের
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন ছিলেন করোনা পজিটিভ। অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত এক দিনে এ হাসপাতাল থেকে ৫০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

৬ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় ভয়েস টিভিকে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, প্রথমে করোনা ইউনিটের সাধারণ শয্যা ছিলো ২১০ টি। রোগীর চাপ বেড়ে যাওয়ায় গতকাল সোমবার ২৯৬টি শয্যা করা হয়েছে। আরও ৪ জন রোগী বেড়ে যাওয়ায় ৩০০টি শয্যা করে তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ১৩ শয্যার আইসিইউ বৃদ্ধি করে ২২টি করা হয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত একটি শয্যাও ফাঁকা নেই।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৬৬৩ টি নমুনা পরীক্ষা করে ১৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ২৫ দশমিক ৪৯ শতাংশ।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48311
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ