Printed on Tue Sep 21 2021 4:45:42 PM

ময়মনসিংহ মেডিকেলে একদিনে ১৯ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
১৯ জনের
১৯ জনের
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিল এবং ১৪ জন উপসর্গ নিয়ে মারা যান।

২৭ জুলাই মঙ্গলবার দুপুরে ভয়েস টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, বর্তমানে করোনা ইউনিটে ৪৩৮ জন চিকিৎসা নিচ্ছেন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ৩০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৭৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, গত ২৪ ঘন্টায় ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ৪২৩ জন এবং ২৫ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৩০০ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ২৫ দশমিক ৫৩ শতাংশ।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ৯৯ হাজার ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ১৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৮৯৯ জন সুস্থ হয়েছেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/49518
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ