Printed on Wed Oct 20 2021 5:19:43 PM

ময়মনসিংহ মেডিকেলে একদিনে ১২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
১২ জনের
১২ জনের
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। ৭ আগস্ট শনিবার হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পারসন) মহিউদ্দিন খান মুন ভয়েস টিভিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত ও ৯ জনের উপসর্গ ছিল। তাদের মধ্যে ৫ জন নারী ও ৭ জন পুরুষ।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালু সিংহ (৬০), নেত্রকোনা সদরের ফারজানা খানম (৪৫), পূর্বধলার আব্দুল কাদের (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার সরফুন্নাহার (৬৫), রতন মিঞা (৩৫), ইয়াকুব আলী (৬৫), ফুলবাড়িয়ার ইয়াদ আলী (৭৫), ভালুকার রমিজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের আব্দুল কাদের (৬২), মুরতজা আক্তার (৬০), শেরপুর সদরের হালিমা খাতুন (৬৫) ও জামালপির বকসিগঞ্জের রফিকুল ইসলাম (৬২)।

মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে করোনা ইউনিটে ৪৯৭ জন চিকিৎসাধীন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২২ জন।

এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৪৭ রোগী। এ সময়ের মধ্যে ৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘন্টায় ২৩৮ জন সেবা নিয়েছেন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২২ জন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, নতুন করে ৪৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/50434
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ