Printed on Wed Oct 20 2021 6:44:34 AM

ময়মনসিংহ মেডিকেলে এক দিনে আরও ১০ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
ময়মনসিংহ মেডিকেলে এক দিনে আরও ১০ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে এক দিনে আরও ১০ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তাদের ৫ জন নারী ও ৫ জন পুরুষ ছিলেন।

করোনায় মারা যাওয়া ৪ জনের সবাই ময়মনসিংহের। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন ময়মনসিংহের এবং একজন জামালপুরের।

হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও ফোকাল পারসন মহিউদ্দিন খান মুন ২৫ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় ভয়েস টিভিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে করোনা ইউনিটে ১৯৮ জন চিকিৎসাধীন রয়েছেন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ২০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১১ জন।

এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ২৮ জন রোগী। এ সময়ের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ওয়ান স্টপ ফ্লু কর্ণারে ৮১ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৭ জন।

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, নতুন করে জেলায় ৮০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ২০ হাজার ৫৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে আক্রান্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ।

আরও পড়ুন : ময়মনসিংহ মেডিকেলে কমেছে মৃত্যু

ভয়েস টিভি/এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/52254
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ