Printed on Fri Aug 06 2021 2:55:52 AM

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
১৪ জনের
১৪ জনের
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনের করোনাভাইরাস পজিটিভ ছিল।আর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ২ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ভয়েস টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের তাসলিমা (২৮), ত্রিশাল উপজেলার সুরুজ আলি (৫০), নেত্রকোনা সদরের প্রিতিলতা (৮৫), শেরপুর সদরের মোঃ হানিফ (৬০), জামালপুর সদরের আজিজুন নাহার (৩২) ও সরিষাবাড়ি উপজেলার সেলিনা (৪০)। এছাড়া গাজীপুরের শ্রীপুর উপজেলার কোহিনুর (৩৮) নামে আরেকজনের মৃত্যু হয়েছে।

উপসর্গ নিয়ে মারা গেছেন, ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার মোস্তাফিজুর রহমান (৬৫), দিঘারকান্দা এলাকার বিসুতুপ সাহা (৬৮),
সদরের আব্দুল মতিন (৫৮) ও আব্দুস সামাদ (৪৪)। জেলার ফুলবাড়িয়া উপজেলার নাসিমা (৩৫), শেরপুর সদরের মোঃ আব্দুল জলিল (৭৫) ও যশোরের ঝিকরগাছা উপজেলার জুলফিকার আলি (৮২)।

হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটের ১৩টি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখন পর্যন্ত ১৩ জনই চিকিৎসাধীন রয়েছেন। অর্থাৎ আইসিইউতে ১টি বেডও খালি নেই। করোনা ইউনিটে ২১০ টি শয্যার বিপরীতে ২৩৮ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে ৪৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৬২১ টি নমুনা পরীক্ষা করে আরও ১৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে আরটি পিসিআর টেস্টে সদরে ৫৯ জন, নান্দাইলে ১ জন, ঈশ্বরগঞ্জে ২ জন, মুক্তাগাছায় ১ জন, ফুলপুরে ৩ জন, ধোবাউড়ায় ১, ফুলবাড়িয়ায় ১ জন, হালুয়াঘাটে ১ জন ও গৌরিপুরে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া এন্টিজেন টেস্টে সদরে ৪৯ জন, হালুয়াঘাটে ২ জন, ভালুকায় ২ জন, ঈশ্বরগঞ্জে ২ জন, ফুলবাড়িয়ায় ৩ জন, ত্রিশালে ৬ জন, তারাকান্দায় ১ জন, মুক্তাগাছায় ১ জন, নান্দাইলে ৪ জন, গৌরিপুরে ৩ জন ও গফরগাঁওয়ে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/47939
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ