Printed on Tue Jan 18 2022 12:28:49 PM

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ২ গ্রুপের সংঘর্ষে ৩ কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ‘বন্দীদের’ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।

১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে যশোরের পুলেরহাটে অবস্থিত ওই শিশু উন্নয়ন কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো, খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮), বগুড়া জেলার শেরপুর থানার মহিপুর গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন এবং একই জেলার শিবগঞ্জ থানার তালিপপুর পূর্বপাড়ার নানু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শিশু উন্নয়ন কেন্দ্রে পাভেল গ্রুপ ও রবিউল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। তবে এ ঘটনায় তদন্ত চলছে। নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ভয়েস টিভি/যশোর প্রতিনিধি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/9870
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ