Printed on Tue Jun 06 2023 9:54:14 AM

স্টেশনে যাত্রীর ব্যাগে ১০ কোটি টাকার কষ্টিপাথর!

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
যাত্রীর ব্যাগে
যাত্রীর ব্যাগে

বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে এক যাত্রীর লাগেজ থেকে সাড়ে ৮ কেজির বেশি ওজনের মুল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।


বৃহস্পতিবার ২৪ মার্চ দুপুরে সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে মসজিদের পাশে থাকা লাগেজ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।


রেলওয়ে সান্তাহার থানা পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এক যাত্রী লাগেজে কষ্টিপাথরের মূর্তিটি নিয়ে পাচারের উদ্দেশ্যে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ সেখানে গেলে যাত্রী ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মালিকবিহীন একটি ব্যাগ উদ্ধার করে।


ব্যাগটি তল্লাশি করে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের কষ্টিপাথর পাওয়া যায়। এতে ছোট ছোট ১০টি কষ্টিপাথরের মূর্তি জোড়া লাগানো আছে।


সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, কষ্টিপাথরের মুর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা হতে পারে৷ মূর্তি উদ্ধারের পর থানায় জব্দ করে রাখা হয়েছে।


ভয়েসটিভি/আরকে
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/70650
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ