জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা সোনারপাড়া ডিপের পাড় এলাকা থেকে বায়েজিদ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৮ ডিসেম্বর সোমবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত বায়েজিদ সদর উপজেলার সৈয়দ আলী মোড়ের হাফিজার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ধানের জমিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা আধুনিক হাসপাতালে পাঠায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে। এ বিষয়ে অনুসন্ধান চলছে। দোষীদের আটক করতে অভিযান অব্যহত আছে।
ভয়েস টিভি/এমএইচ
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ধানের জমিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা আধুনিক হাসপাতালে পাঠায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে। এ বিষয়ে অনুসন্ধান চলছে। দোষীদের আটক করতে অভিযান অব্যহত আছে।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ