সোনাগাজীতে অস্ত্রসহ যুবক আটক


ফেনীর সোনাগাজীতে তিনটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ ।
ধৃত যুবকের নাম নুর ইসলাম রাসেল (৩৪)। সে উপজেলার চর খোয়াজ গ্রামের মাঝি বাড়ীর আব্দুল করিমের ছেলে।
ফেনী গোয়েন্দা পুলিশের ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সোনাগাজী উপজেলার চর খোয়াজ গ্রামের মাঝি বাড়িতে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে দেশীয় তৈরি দুটি এলজি, একটি একনালা বন্দুক ও একটি বড় রামদা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, সোমবার সকালে অস্ত্র আইনে মামলা রুজু করে ধৃতকে সোনাগাজী থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন জানান, রাসেল তালিকাভূক্ত সন্ত্রাসী । দীর্ঘদিন পলাতক ছিল। ইউপি নির্বাচনে তাকে ব্যবহার করেছে এক চেয়ারম্যান প্রার্থী। সে চুরি ডাকাতি ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল। তার গ্রেপ্তারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
ভয়েসটিভি/আরকে