Printed on Thu Sep 23 2021 11:49:50 AM

রংপুরে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
রংপুরে
রংপুরে
রংপুরের মিঠাপুকুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০-১২ জন। আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার ১৮ জুলাই সকাল পৌনে ৮টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর মোস্তফা কোল্ড স্টোরেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন মেয়ে শিশু ও চারজন পুরুষ রয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। বাকিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বড়দরগাহ্ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বড়দরগাহ্ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ামিন-উদ-দৌলা জানান, নিহত পাঁচজনের মধ্যে হাজী আব্দুল মতিন (৭২) নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকার মৃত আব্দুল হামিদ মুন্সির ছেলে। বাকিদের ব্যাপারে এখনো জানা যায়নি।

ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মুখোমুখি সংঘর্ষে বাস দুটি ছিটকে গিয়ে সড়কের দুপাশের খাদে পড়ে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। সকাল সাড়ে ১০টার দিকে খাদে পড়ে থাকা বাস দুটি সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, রোববার সকালে বলদিপুকুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জোহানা পরিবহন ও ঢাকাগামী সেলফি পরিবহন নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। তবে এখন পর্যন্ত হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধার কার্যক্রম এখনো চলছে। দুর্ঘটনার পর থেকে রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হলেও বর্তমানে তা নিরসন হয়েছে বলে জানান ওসি।

এসএফ/
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/49163
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ