Printed on Sat Jan 16 2021 1:58:05 AM

বাবা পরের জন্মে তুমি আমার ছেলে হয়ে এসো : রণবীর

বিনোদন ডেস্ক
বিনোদন
রণবীর
রণবীর
“বাবা পরের জন্মে তুমি আমার ছেলে হয়ে এসো। আর দেখো আমি তোমাকে কত ভালবাসা দিই। আর সেটা তুমিও শিখেও নিও। কারণ তার পরের জন্মে আমি আবার তোমার ছেলে হয়ে জন্মাব। তুমি তখন আমাকে নিজের মতো করে ভালবেসো, আমার মতো করে না। তুমি বুঝতে পারছ তো বাবা? তুমি বুঝলেই অনেক”। কথাগুলো রণবীর কাপুরের। তবে বাস্তব জীবনের নয় সিনেমার টিজারের। খবর আনন্দবাজারের।

নতুন সিনেমা অ্যানিমেলের টিজার প্রকাশ পেয়েছে এরইমধ্যে। সিনেমায় রনবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছেন অনিল কাপুর,পরিনীতা চোপড়া এবং ববি দেওল। রণবীরের বাবার চরিত্রে অভিনয় করবেন অনিল কাপুর। ভিলেনের চরিত্রে দেখা যাবে ববি দেওলকে। সিনেমাটির পরিচালক ‘কবীর সিংহ’ খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

সিনেমাটির প্রযোজনায় রয়েছেন টি-সিরিজ, প্রণয় রেড্ডি ভাঙ্গা এবং মুরাদ খেতানি। ২০২১-এর মাঝামাঝি সিনেমাটির শ্যুটিং শুরু হবে।

এই মুহূর্তে রণবীর আলিয়া ছুটি কাটাচ্ছেন রাজস্থানের রণথম্ভোরে। লাভ বার্ডসের সঙ্গে রয়েছে তাদের পরিবার। গুঞ্জন ছিল, রণবীর-আলিয়ার এনগেজমেন্টের জন্যই পরিবারের সঙ্গে শহর থেকে দূরে গিয়েছেন। কিন্তু না নতুন বছরকে স্বাগত জানানোর জন্য সেখানে গিয়েছে তারা।

আরও পড়ুন : বিচারকদের উদ্দেশ্যে লেখা হযরত ওমরের চিঠিতে যা ছিলো

ভয়েস টিভি/ডিএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/30586
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ