Printed on Tue May 11 2021 7:00:42 AM

আইসিসির সেরা রবিচন্দ্রন অশ্বিন

নিজস্ব প্রতিবেদক
খেলার খবর
রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন
বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকে রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে জয়ের নায়ক বনে যান ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কাইল মায়ার্স। ওই অতিমানবীয় ইনিংস খেলেই ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান এই ক্যারিবীয় ক্রিকেটার। একই সঙ্গে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সংক্ষিপ্ত তালিকায় নাম আসে ইংলিশ অধিনায়ক জো রুট ও ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিনের।

তবে মায়ার্স-রুটকে পেছনে ফেলে শেষ পর্যন্ত আইসিসির ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অশ্বিন। সম্প্রতি বেশ ফর্মে আছেন অশ্বিন। ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার একই ম্যাচে আট উইকেট ও সেঞ্চুরি করেন তিনি। প্রথম ম্যাচেও নেন ৯টি উইকেট। তৃতীয় টেস্টে আহমেদাবাদে নেন ৭ উইকেট। ঘরের মাঠে মোট তিন টেস্টে ২৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৭৬ রান করেন ভারতীয় তারকা। সবমিলিয়ে এগিয়ে ছিলেন তিনিই।

অন্যদিকে নারী ক্রিকেটে ফেব্রুয়ারি মাসের সেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার ট্যামি বিউমন্ট। অলরাউন্ডার নাতালি শিভার ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার ব্রুক হ্যালিডেকে পেছনে ফেলে নির্বাচিত হয়েছেন তিনি।

গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গতকাল মঙ্গলবার ফেব্রুয়ারির সেরা নারী ও পুরুষ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। এর আগে জানুয়ারি থেকে শুরু করা এই প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন পন্ত ও দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।

ভয়েস টিভি/আইএ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38219
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ