Printed on Sat Oct 23 2021 1:41:44 PM

রহমতের আশায় শয়নে-স্বপনে আল্লাহর প্রশংসা করেন মাহী

বিনোদন ডেস্ক
বিনোদন
মাহী
মাহী
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহী সব সময় আল্লাহর প্রশংসা করেন, যাতে আল্লাহ রহমত আরও বাড়িয়ে দেন।

৮ আগস্ট রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্টাটাসে তিনি এ কথা জানান।

মাহিয়া মাহী লেখেন, ‘আলহামদুলিল্লাহ বললে নাকি আল্লাহ তার বান্দার উপর খুশি হয়ে রহমত আরও বাড়িয়ে দেন। সেই আশায় আমিও শয়নে স্বপনে জাগরণে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকি।’

মাহিয়া মাহী সামাজিক যোগাযোগ মাধ্য দারুণ অ্যাক্টিভ। প্রায়ই তার ভক্ত অনুরাগীদের সঙ্গে নিজের আবেগ-অনুভূতি শেয়ার করেন।

মাহিয়া মাহী ১৯৯৩ সালের ২৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ২০১৩ সালে মাহীর পরপর তিনটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে। ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অগ্নি, কি দারুন দেখতে, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়না এবং দেশা: দ্য লিডার এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

২০১৫ সালে রোমিও বনাম জুলিয়েট চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে তার। একই বছর অগ্নির দ্বিতীয় কিস্তি অগ্নি ২ চলচ্চিত্রটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়। চলচ্চিত্রটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০১৫ সালের ১৮ জুলাই দেশব্যাপী মুক্তি দেওয়া হয়। তিনি ২০১৬ সালে হুমায়ূন আহমেদের লেখা বিখ্যাত উপন্যাস কৃষ্ণপক্ষের 'অরু' চরিত্রে, এবং অন্ধ মেয়ের চরিত্রে অনেক দামে কেনা চলচ্চিত্রে অভিনয় করেন, দুটি চলচ্চিত্রই বেশ প্রশংসিত হয়।

২০১৭ সালে তার একমাত্র চলচ্চিত্র ঢাকা অ্যাটাক মুক্তি পায়, যা বাংলাদেশের প্রথম পুলিশ থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। ২০১৮ সালে তার অভিনীত চারটি চলচ্চিত্র মুক্তি পায়।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/50507
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ