Printed on Thu Sep 23 2021 11:52:29 AM

রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
রাজশাহী মেডিক্যালের
রাজশাহী মেডিক্যালের
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। ১৩ সেপ্টেম্বর সোমবার সকাল ৮টা থেকে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এর আগের দিনও করোনা ইউনিটে ছয়জনের মৃত্যু হয়েছিল।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও পাবনার একজন করে রোগী মারা গেছেন। আর মৃত ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। চলতি মাসে এ নিয়ে মোট ৯০ জনের মৃত্যু হলো। এর আগে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছে হাসপাতালের এই করোনা ইউনিটে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩৩ জন।

এদিকে, ১৩ সেপ্টেম্বর সোমবার রাজশাহীর দু’টি আরটি-পিসিআর ল্যাবে জেলার মোট ২৮১ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৭ দশমিক ৪৭ শতাংশ।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/53738
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ