Printed on Thu Sep 23 2021 12:38:19 PM

রামেক করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
রামেক
রামেক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জন মারা গেছেন।

৪ জুলাই রোববার সকাল ৮টা থেকে ৫ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।

এর আগের দিন এই হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে আবারও মৃত্যু বাড়লো রাজশাহী মেডিকেলে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী জানান, মৃত ১৮ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১২ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া একজন করোনা নেগেটিভ হলেও করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়। মৃতদের মধ্যে রাজশাহী জেলারই ৮ জন রোগী রয়েছেন। এছাড়া একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার, নাটোর জেলার ৩ জন, নওগাঁ জেলার ৪ জন, পাবনা জেলার ১ জন ও কুষ্টিয়া জেলার একজন রোগী ছিলেন।

রামেক হাসপাতালে গত পাঁচদিনে মোট ৮১ জনের মৃত্যু হলো। এছাড়া গত জুনে ৪০৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ছিলেন ১৮৯ জন। বাকিরা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ৬৯ জন নতুন রোগী রামেক হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ১০ জন, নওগাঁর ৭ জন, পাবনা জেলার ৯ জন নতুন রোগী রয়েছেন। বর্তমানে ৪৯৫ জন চিকিৎসা নিচ্ছেন। তবে রামেক হাসপাতালে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত শয্যা সংখ্যা ৪০৫টি।

এদিকে, ৪ জুলাই রোববার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে মোট ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার রাজশাহী জেলায় আবারও ৩৩ দশমিক ৮৩ শতাংশ থেকে বেড়ে ৩৪ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৪৭ শতাংশ থেকে আরও কমে ২১ দশমিক ৫ শতাংশে নেমেছে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48206
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ