রাশিয়ার বোমায় ইউক্রেনে নিহত ৭, নিখোঁজ ১৯


রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের সাতজন নাগরিক নিহত হয়েছে বলে দাবি ইউক্রেন পুলিশের।
বিবিসি দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সামরিক স্থাপনা পোডিলস্কে বৃহস্পতিবার হামলা করেছে রাশিয়া। পোডিলস্কের পাশের ওডেসা এলাকায় বোমা হামলা মারা গেছে ৬ জন। এতে আহত হয়েছে সাতজন। নিখোঁজ রয়েছে ১৯ জন মানুষ।
এছাড়া মারিয়ুপল এলাকায় বোমা হামলায় মারা গেছে একজন।
এর আগে বৃহস্পতিবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেন। এরপর থেকে ইউক্রেনের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দেশটির অন্যান্য স্থান থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ভয়েসটিভি/এমএম
বিবিসি দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সামরিক স্থাপনা পোডিলস্কে বৃহস্পতিবার হামলা করেছে রাশিয়া। পোডিলস্কের পাশের ওডেসা এলাকায় বোমা হামলা মারা গেছে ৬ জন। এতে আহত হয়েছে সাতজন। নিখোঁজ রয়েছে ১৯ জন মানুষ।
এছাড়া মারিয়ুপল এলাকায় বোমা হামলায় মারা গেছে একজন।
এর আগে বৃহস্পতিবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেন। এরপর থেকে ইউক্রেনের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দেশটির অন্যান্য স্থান থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ