সেল্টাকে হারিয়ে শীর্ষে রিয়াল


নতুন বছরে সেল্টা ভিগোকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২ জানুয়ারি শনিবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে দলটি। এতেই আতলেতিকো মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল।
এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে আসেনসিওর দারুণ ক্রস খুঁজে পায় দূরের পোস্টে ভাসকেসকে। লাফিয়ে কোনাকুনি হেডে আসরে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।
গোল খেয়ে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নভেম্বরের শুরুতে দায়িত্ব নেয়া এদুয়ার্দো কৌদেতের কোচিংয়ে পাল্টে যাওয়া সেল্টা। বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ধরে রাখে গত ছয় ম্যাচে ১৪টি গোল করা দলটি। এই সময়ে বেশ কয়েকটি সুযোগ নষ্ট হয় তাদের।
তারা আবার পিছিয়ে পড়ে ৫৩তম মিনিটে। মাঝমাঠে প্রতিপক্ষের বল কেড়ে নিয়ে সামনে বাড়ান ছন্দে থাকা লুকা মদ্রিচ। আর সতীর্থের পা ঘুরে ডি-বক্সে বাঁ দিকে পাস দেন ভাসকেস এবং নিখুঁত শটে ঠিকানা খুঁজে নেন আসেনসিও।
ঘরের মাঠে লিগে সেল্টার বিপক্ষে এই নিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত রইলো রিয়াল। সব প্রতিযোগিতায় চলতি মৌসুমে টানা আট ম্যাচ ধরে অপরাজিত তারা; জয় সাতটি, একটি ড্র।
১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৩৬। তিন ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুইয়ে।
সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল সোসিয়েদাদ। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ভিয়ারিয়াল। দিনের অন্য ম্যাচে রিয়াল বেতিসের মাঠে ১-১ ড্র করা সেভিয়া ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ২৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ১৫ ম্যাচ খেলা বার্সেলোনা। ১৭ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে সেল্টা।
ভয়েস টিভি/এসএফ
এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে আসেনসিওর দারুণ ক্রস খুঁজে পায় দূরের পোস্টে ভাসকেসকে। লাফিয়ে কোনাকুনি হেডে আসরে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।
গোল খেয়ে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নভেম্বরের শুরুতে দায়িত্ব নেয়া এদুয়ার্দো কৌদেতের কোচিংয়ে পাল্টে যাওয়া সেল্টা। বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ধরে রাখে গত ছয় ম্যাচে ১৪টি গোল করা দলটি। এই সময়ে বেশ কয়েকটি সুযোগ নষ্ট হয় তাদের।
তারা আবার পিছিয়ে পড়ে ৫৩তম মিনিটে। মাঝমাঠে প্রতিপক্ষের বল কেড়ে নিয়ে সামনে বাড়ান ছন্দে থাকা লুকা মদ্রিচ। আর সতীর্থের পা ঘুরে ডি-বক্সে বাঁ দিকে পাস দেন ভাসকেস এবং নিখুঁত শটে ঠিকানা খুঁজে নেন আসেনসিও।
ঘরের মাঠে লিগে সেল্টার বিপক্ষে এই নিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত রইলো রিয়াল। সব প্রতিযোগিতায় চলতি মৌসুমে টানা আট ম্যাচ ধরে অপরাজিত তারা; জয় সাতটি, একটি ড্র।
১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৩৬। তিন ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুইয়ে।
সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল সোসিয়েদাদ। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ভিয়ারিয়াল। দিনের অন্য ম্যাচে রিয়াল বেতিসের মাঠে ১-১ ড্র করা সেভিয়া ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ২৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ১৫ ম্যাচ খেলা বার্সেলোনা। ১৭ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে সেল্টা।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ