বিজেপিতে যোগ দিতে দিল্লিতে অভিনেতা রুদ্রনীল


মন্ত্রিত্ব ও বিধানসভার পদ ছেড়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিতে দিল্লির পথে রাজীব বন্দ্যোপাধ্যায়। আর একই বিমানে তার সঙ্গে আছেন অভিনেতা রুদ্রনীল ঘোষও। নানা জল্পনা কল্পনা শেষে তিনিও বিজেপিতে আস্থা রাখছেন বলে জি নিউজ এক খবরে জানিয়েছে।
রাজনৈতিক অবস্থান নিয়ে বেশ কয়েকদিন ধরে তুমুল আলোচনায় রুদ্রনীল। তিনি বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন, এমনটাই স্পষ্ট হয়ে ওঠে।
জি টুয়েন্টি ফোরকে এই অভিনেতা বলেন, দেশের ভোটাররা যদি প্রতি পাঁচ বছর অন্তর বদলের কথা চিন্তা করেন, তাহলে দেশের এক সাধারণ নাগরিক হিসেবে তার রাজনৈতিক রঙ বদলে কোনও অসুবিধা থাকার কথা নয়।
এরপর নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি পোস্ট করেন রুদ্রনীল। তারপরই গুঞ্জন আরও জোরদার হয়।
টলিউডের উঠতি অভিনেতা সোহেল দত্তর জন্মদিনে আলাদা আলাদা সময়ে হাজির হন রাজীব ও শুভেন্দু অধিকারী। দুজনের সঙ্গেই দেখা যায় রুদ্রনীলকে। এরপর জল্পনা আরও বাড়তে থাকে। গত নভেম্বরে মন্ত্রিত্ব ও বিধানসভার পদ ছেড়ে দেন শুভেন্দু, এরপর বিজেপিতে যোগ দেন।
ইতোমধ্যেই টলিপাড়াতেও ফুল বদলের হিড়িক। জোড়া ফুল থেকে পদ্মফুলের দিকে ঝুঁকতে যাচ্ছেন বেশ কিছু মুখ। রুদ্রনীল ও আরও কয়েকজনের মাধ্যমে শিল্পী মহলে জাল বিস্তার করতে চাইছে বিজেপি।
ভয়েস টিভি/এসএফ
রাজনৈতিক অবস্থান নিয়ে বেশ কয়েকদিন ধরে তুমুল আলোচনায় রুদ্রনীল। তিনি বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন, এমনটাই স্পষ্ট হয়ে ওঠে।
জি টুয়েন্টি ফোরকে এই অভিনেতা বলেন, দেশের ভোটাররা যদি প্রতি পাঁচ বছর অন্তর বদলের কথা চিন্তা করেন, তাহলে দেশের এক সাধারণ নাগরিক হিসেবে তার রাজনৈতিক রঙ বদলে কোনও অসুবিধা থাকার কথা নয়।
এরপর নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি পোস্ট করেন রুদ্রনীল। তারপরই গুঞ্জন আরও জোরদার হয়।
টলিউডের উঠতি অভিনেতা সোহেল দত্তর জন্মদিনে আলাদা আলাদা সময়ে হাজির হন রাজীব ও শুভেন্দু অধিকারী। দুজনের সঙ্গেই দেখা যায় রুদ্রনীলকে। এরপর জল্পনা আরও বাড়তে থাকে। গত নভেম্বরে মন্ত্রিত্ব ও বিধানসভার পদ ছেড়ে দেন শুভেন্দু, এরপর বিজেপিতে যোগ দেন।
ইতোমধ্যেই টলিপাড়াতেও ফুল বদলের হিড়িক। জোড়া ফুল থেকে পদ্মফুলের দিকে ঝুঁকতে যাচ্ছেন বেশ কিছু মুখ। রুদ্রনীল ও আরও কয়েকজনের মাধ্যমে শিল্পী মহলে জাল বিস্তার করতে চাইছে বিজেপি।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ