Printed on Mon Oct 25 2021 7:21:56 AM

রূপগঞ্জে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
রূপগঞ্জে
রূপগঞ্জে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে ট্রাকচাপায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন।

১৫ আগস্ট রোববার দিনগত মধ্যরাতে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের ভুলতা মুন্সি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে প্রাইভেটকারের চালক আলমগীর হোসেনের (৪০) নাম জানা গেছে। এ ঘটনায় আব্দুস সোবহান নামে একজন আহত হয়েছেন।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ডিউটিম্যান ইউসূফ আলী বলেন, রাতে ভুলতা মুন্সি পাম্পের (ফিলিং স্টেশন) সামনে একটি ট্রাক প্রাইভেটকারটিকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা চালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এসময় ওই গাড়ি থেকে আব্দুস সোবহান নামে আহত একজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, নিহত তিনজনই পুরুষ। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/51190
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ