রোগী দেখার দোয়া


উচ্চারণ : আসআলুল্লাহাল আজিম, রব্বাল আরশিল আজিম, আঁই-ইয়াশফিয়াক।
অর্থ : আমি মহান আরশের প্রভু মহামহিম আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তোমাকে রোগমুক্তি দেন।
উপকার : নবী (সা.) বলেন, যে ব্যক্তি এমন রোগীকে দেখতে গেল, যার অন্তিম সময় আসেনি, সে যেন তার সামনে সাতবার এই দোয়া বলে, তাহলে তাকে নিশ্চয়ই রোগমুক্তি দেওয়া হবে। (আবু দাউদ, হাদিস : ৩১০৬)
অর্থ : আমি মহান আরশের প্রভু মহামহিম আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তোমাকে রোগমুক্তি দেন।
উপকার : নবী (সা.) বলেন, যে ব্যক্তি এমন রোগীকে দেখতে গেল, যার অন্তিম সময় আসেনি, সে যেন তার সামনে সাতবার এই দোয়া বলে, তাহলে তাকে নিশ্চয়ই রোগমুক্তি দেওয়া হবে। (আবু দাউদ, হাদিস : ৩১০৬)
সর্বশেষ সংবাদ