Printed on Sat Apr 01 2023 10:52:29 AM

রোববার ৫৫টি পৌরসভায় নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
রোববার
রোববার
১৪ ফেব্রুয়ারি রোববার চতুর্থ ধাপে এক যোগে দেশের ৫৫টি পৌরসভা নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকেই সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ব্যালট বাক্স, পেপার, অমোচনীয় কালিসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী বুঝে নেন রিটার্নিং এবং প্রিসাইডিং কর্মকর্তারা।

এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের ১৬৭টি মোবাইল ও ৫৫টি স্ট্রাইকিং ফোর্স, ১৬৭টি র‌্যাবের টিম, প্রত্যেক পৌরসভায় গড়ে দুই প্লাটুন বিজিবি ও উপকূলীয় এলাকায় এক প্লাটুন কোস্টগার্ড মোতায়েন রয়েছে। এছাড়া ৫০১ নির্বাহী ও ৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকছেন।

এবার ৫৫টি পৌরসভায় মেয়র পদে ২২১ জন, সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৭৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/35770
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ