শুধু নামেই নয় র্যাপ সঙ্গীত জগতেও তিনি ‘বাদশাহ’


বর্তমান সময়ে জনপ্রিয় ভারতীয় র্যাপার সংগীত শিল্পী বাদশাহ। যার গানের সুর ও র্যাপ অন্যান্য সবাইকে ছাপিয়ে এখন সবার থেকে এগিয়ে। পারিবারিক নাম আদিত্য প্রতীক সিং সিসোডিয়া হলেও মঞ্চ নাম ‘বাদশাহ’ হিসেবে সবার মাঝে পরিচিতি।
যদিও ভারতীয় এ র্যাপ পার ও গায়ক কুল ইকুয়াল নামে সংগীত শিল্পে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাদশাহ নামেই জনপ্রিয় হয়ে উঠেন। তিনি’ই বিগত কয়েক বছর ধরে সঙ্গীত জগতে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দীর-এ তার সংগীত কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে হানি থেকে আলাদা হন এবং তার স্বতন্ত্র হরিয়ানি গান কার গায়ি চুল মুক্তি দেন যা পরে ২০১৬ সালের বলিউডের কাপুর অ্যান্ড সন্স চলচ্চিত্রে গৃহীত হয়।
তার সঙ্গীত মূলত বলিউড সাউন্ডট্র্যা ক-এর বৈশিষ্ট্যযুক্ত কয়েকটি চলচ্চিত্র হচ্ছে ২০১৪ সালের চলচ্চিত্র হাম্পটি শর্মা কি দুলহানিয়া ও খুবসুরত।
তার অভিষেক একক ডিজে ওয়ালে বাবু সহায়তায় ছিল আশতা গিল গানটি মুক্তির মাত্র ২৪ ঘণ্টায় ভারতীয় আইটিউনস তালিকায় শীর্ষস্থান দখল করে নেয়। গানটি মাত্র ৩০ ঘণ্টায় ইউটিউবে দশ লাখেরও উপরে ভিউ হয়।
২০১৬ সালে তিনি ওয়াখরা সোয়াগ গানে নাভ ইন্দার-এর সঙ্গে সহযোগী হন যা ২০১৬ সালে শ্রেষ্ঠ গোষ্ঠী-এর জন্য পাঞ্জাবী সংগীত পুরস্কার এবং বছরের সর্বোচ্চ জনপ্রিয় গান অফ দ্য ইয়ার পুরস্কার লাভ করেন।
২০১৮ সালে তিনি ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিন কর্তৃক ভারতের ৬৩ তম ধনী তারকা হিসাবে তালিকাভুক্ত হন। তিনি প্রথম ভারতীয় শিল্পী হিসাবে ইউটিউবে মাত্র ২৪ ঘণ্টায় ৭৫ মিলিয়ন ভিউয়ের রেকর্ড ভাঙ্গেন।
গানটি সপ্তাহের বৈশ্বিক শীর্ষ মিউজিক ভিডিও তালিকয় শীর্ষ ১০০-এ দেখা যায় নি। তার গান প্রথম ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউয়ের অনলাইন ভিডিওসের তালিকায়ও তালিকাভুক্ত হয়নি।
বাদশা হরিয়ানা রাজ্যের কার্নালের কালসি গ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবারের হরিয়ানা বাবা ও পাঞ্জাবী মা'র ঘরে আদিত্য প্রতীক সিং সিসোডিয়া হিসাবে জন্মগ্রহণ করেন। তিনি জাসমিনের সঙ্গে বৈবাহিকসূত্রে আবদ্ধ হন।
দিল্লির পিতামপুরার বল ভারত পাবলিক স্কুল থেকে তার পড়াশোনা সম্পন্ন করেন যেখানে তিনি তার বিদ্যালয় সংগীতদলের সঙ্গে পারফর্ম করে।
একজন পূর্ণ সংগীতজ্ঞ হয়ে ওঠার আগে তিনি দিল্লির মর্যাদাপূর্ণ সেন্ট স্টিফেনস কলেজে একজন গণিতের ছাত্র হিসাবে নাম লেখান পরে তিনি পিইসি ইউনিভার্সিটি অফ টেকনোলজি চন্ডীগড় স্থানান্তরিত হন যেখানে তিনি নতুন পাঞ্জাবী সংগীত প্রকাশিত করেন যা তাকে "র্যাপ" গান লিখতে সাহায্য করে।
তিনি বলেন যে তিনি যদি র্যা পার না হতেন তাহলে তিনি একজন আইএএস কর্মকর্তা হতেন।
তার বিভিন্ন ধরনের গান মানুষের মনকে জয় করেছে। শুধু র্যাপ গানই নয় বলিউড সিনেমাতেও গান গেয়েছেন বাদশাহ।
গত বছর বাংলা গানকে র্যাপের ঘরানায় গেয়ে তাক লাগিয়েছিলেন তিনি। হিন্দি গানের পাশাপাশি হরিয়ানি ও পাঞ্জাবী গানেও রয়েছে তার বেশ পরিচিতি।
ভয়েস টিভি/আই
যদিও ভারতীয় এ র্যাপ পার ও গায়ক কুল ইকুয়াল নামে সংগীত শিল্পে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাদশাহ নামেই জনপ্রিয় হয়ে উঠেন। তিনি’ই বিগত কয়েক বছর ধরে সঙ্গীত জগতে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দীর-এ তার সংগীত কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে হানি থেকে আলাদা হন এবং তার স্বতন্ত্র হরিয়ানি গান কার গায়ি চুল মুক্তি দেন যা পরে ২০১৬ সালের বলিউডের কাপুর অ্যান্ড সন্স চলচ্চিত্রে গৃহীত হয়।
তার সঙ্গীত মূলত বলিউড সাউন্ডট্র্যা ক-এর বৈশিষ্ট্যযুক্ত কয়েকটি চলচ্চিত্র হচ্ছে ২০১৪ সালের চলচ্চিত্র হাম্পটি শর্মা কি দুলহানিয়া ও খুবসুরত।
তার অভিষেক একক ডিজে ওয়ালে বাবু সহায়তায় ছিল আশতা গিল গানটি মুক্তির মাত্র ২৪ ঘণ্টায় ভারতীয় আইটিউনস তালিকায় শীর্ষস্থান দখল করে নেয়। গানটি মাত্র ৩০ ঘণ্টায় ইউটিউবে দশ লাখেরও উপরে ভিউ হয়।
২০১৬ সালে তিনি ওয়াখরা সোয়াগ গানে নাভ ইন্দার-এর সঙ্গে সহযোগী হন যা ২০১৬ সালে শ্রেষ্ঠ গোষ্ঠী-এর জন্য পাঞ্জাবী সংগীত পুরস্কার এবং বছরের সর্বোচ্চ জনপ্রিয় গান অফ দ্য ইয়ার পুরস্কার লাভ করেন।
২০১৮ সালে তিনি ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিন কর্তৃক ভারতের ৬৩ তম ধনী তারকা হিসাবে তালিকাভুক্ত হন। তিনি প্রথম ভারতীয় শিল্পী হিসাবে ইউটিউবে মাত্র ২৪ ঘণ্টায় ৭৫ মিলিয়ন ভিউয়ের রেকর্ড ভাঙ্গেন।
গানটি সপ্তাহের বৈশ্বিক শীর্ষ মিউজিক ভিডিও তালিকয় শীর্ষ ১০০-এ দেখা যায় নি। তার গান প্রথম ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউয়ের অনলাইন ভিডিওসের তালিকায়ও তালিকাভুক্ত হয়নি।
বাদশা হরিয়ানা রাজ্যের কার্নালের কালসি গ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবারের হরিয়ানা বাবা ও পাঞ্জাবী মা'র ঘরে আদিত্য প্রতীক সিং সিসোডিয়া হিসাবে জন্মগ্রহণ করেন। তিনি জাসমিনের সঙ্গে বৈবাহিকসূত্রে আবদ্ধ হন।
দিল্লির পিতামপুরার বল ভারত পাবলিক স্কুল থেকে তার পড়াশোনা সম্পন্ন করেন যেখানে তিনি তার বিদ্যালয় সংগীতদলের সঙ্গে পারফর্ম করে।
একজন পূর্ণ সংগীতজ্ঞ হয়ে ওঠার আগে তিনি দিল্লির মর্যাদাপূর্ণ সেন্ট স্টিফেনস কলেজে একজন গণিতের ছাত্র হিসাবে নাম লেখান পরে তিনি পিইসি ইউনিভার্সিটি অফ টেকনোলজি চন্ডীগড় স্থানান্তরিত হন যেখানে তিনি নতুন পাঞ্জাবী সংগীত প্রকাশিত করেন যা তাকে "র্যাপ" গান লিখতে সাহায্য করে।
তিনি বলেন যে তিনি যদি র্যা পার না হতেন তাহলে তিনি একজন আইএএস কর্মকর্তা হতেন।
তার বিভিন্ন ধরনের গান মানুষের মনকে জয় করেছে। শুধু র্যাপ গানই নয় বলিউড সিনেমাতেও গান গেয়েছেন বাদশাহ।
গত বছর বাংলা গানকে র্যাপের ঘরানায় গেয়ে তাক লাগিয়েছিলেন তিনি। হিন্দি গানের পাশাপাশি হরিয়ানি ও পাঞ্জাবী গানেও রয়েছে তার বেশ পরিচিতি।
ভয়েস টিভি/আই
সর্বশেষ সংবাদ