Printed on Tue May 11 2021 8:01:09 AM

কাদের মির্জার বাড়ি লক্ষ্য করে গুলি

নোয়াখালী প্রতিনিধি
সারাদেশ
গুলি
গুলি
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

২২ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাদের মির্জার রাজাপুরের বাড়িতে এ গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ করেন কাদের মির্জার ছোট ভাই শাহাদাত হোসেন।

তিনি বলেন, আমরা বাড়িতে অবস্থান করছিলাম। পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। এসময় আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে আমরা ওই বাড়িতে যাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি মেয়র কাদের মির্জার বাড়ির উত্তর পাশের এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

এর আগে গত ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে সাতটি মোটরসাইকেলে এসে কাদের মির্জার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/42595
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ