Printed on Sat Jun 25 2022 7:07:43 AM

লাউয়াছড়া থেকে বনবিড়ালের ৩ মৃত শাবক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
লাউয়াছড়া
লাউয়াছড়া
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বনবিড়ালের তিনটি মৃত শাবক উদ্ধার হয়েছে। বাঘমারা ক্যাম্পের বিপরীতে একটি টিলা থেকে শুক্রবার সকালে এগুলো উদ্ধার হয়।

ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার খোকন থৌনাউজাম ছবি তুলতে ওই স্থানে গেলে শাবকগুলোকে মৃত অবস্থায় পান।

তিনি বলেন, ‘দুটি শাবক সম্ভবত ঠান্ডা ও অনাহারে মারা গেছে। হয়তো মাকে ওরা হারিয়ে ফেলেছিল। বাচ্চা দুটি একে-অপরকে জড়িয়ে ছিল। সম্ভবত শীতের তীব্রতা থেকে বাঁচার চেষ্টা করছিল।

অন্যটি একটু দূরে ঝোপের মধ্যে পড়েছিল। কোনো প্রাণির হামলার শিকার হয়েছিল এটি। মাথায় কামড়ের চিহ্ন ছিল। তবে মৃত্যুর পর হামলার শিকার হয়েছিল কি না, তা নিশ্চিত না। বন বিভাগের লোকজন এগুলোকে মাটিচাপা দেয়।’

আশপাশের লোকজন জানান, তিনদিন আগে স্থানীয় আজগর আলীর বাড়ি থেকে একটি হাঁস নিয়ে যায় বনবিড়াল। এরপর থেকে সেটিকে আর দেখা যায়নি।

আজগর আলী বলেন, ‘এতে আমার কোনো ক্ষোভ ছিল না। রিজিকে ছিল না, তাই নিয়ে গেছে।’

রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘মা বনবিড়ালটিকে কেউ মেরে ফেলেছে কিংবা গাড়িচাপায় মৃত্যু হয়েছে। বাচ্চগুলো মায়ের অপেক্ষায় ছিল। এক সময় বাইরে বেরিয়ে আসে খাবারের সন্ধানে। ক্ষুধা আর ঠান্ডায় এদের মৃত্যু হয়। এদের মায়ের দেহ খোঁজা হচ্ছে।’

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/63422
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ