Printed on Fri Feb 26 2021 9:58:04 PM

করোনার টিকা নিলেন সেই শতবর্ষী আওয়ামী লীগ নেতা

অনলাইন ডেস্ক
সারাদেশ
শতবর্ষী
শতবর্ষী
শীত উপেক্ষা করে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে সারাদেশে আলোচিত শতবর্ষী আওয়ামী লীগ নেতা ইসহাক আলী মাস্টার মহামারী করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে তিনি সস্ত্রীক করোনা টিকা নেন।

ইসাহক আলীর বড় ছেলে সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দার স্বপন বলেন, দুপুর ১২টার দিকে টিকা নিতে তার বাবা ও মা কুষ্টিয়া সদর হাসপাতালে আসেন। সেখানে আসার পর তার বাবাকে করোনার টিকা প্রদান করেন নার্স। টিকা নেয়ার পর তিনি সুস্থ আছেন। বয়স বেশি হলেও টিকা নেয়ার পর কোনো সমস্যা দেখা দেয়নি।

টিকা নেয়ার পর ইসাহক আলী বলেন, ছোট বেলায় অনেক টিকা নিয়েছি। এখন এই বসয়ে এসে আবার করোনা টিকা নিলাম। টিকা নেয়ার পর কোনো সমস্যা টের পাইনি। এ সময় সকলকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি। এ জন্য তিনি দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সকলের জন্য টিকার ব্যবস্থা করার জন্য।

ইসাহক আলীর স্বজনরা জানান, শতবর্ষ পার হলেও তিনি মানসিক ও শারিরীকভাবে এখনো সুস্থ আছেন। দল ছাড়াও সামাজিক নানা অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশ নেন।

আওয়ামী লীগের সর্বশেষ কেন্দ্রীয় কাউন্সিলে শীতের মধ্য ঢাকায় গিয়ে অংগ্রহণ করেন তিনি। তখন এই প্রবীণ আওয়ামী লীগ নেতা ইসাহক আলী মাস্টারকে নিয়ে হৈ চৈ পড়ে যায়। তার ছবি ও নিউজ ভাইরাল হয়ে যায় সামাজিক যোগযোগ মাধ্যমে। এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও গণভবনে স্বাক্ষাত করেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/36174
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ