Printed on Mon Apr 12 2021 12:57:20 PM

শান্ত-রূপসার ‘প্রিয়া রে’

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
শান্ত
শান্ত
কলকাতার জনপ্রিয় নায়িকা রূপসা মুখার্জির বাংলাদেশের সিনেমায় জার্নি শুরু শাহীন সুমনের ‘গ্যাংস্টার’ ছবি দিয়ে। ছবিটি আসছে ঈদুল আযহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন টালিউডের ‘কে তুমি নন্দিনী’ খ্যাত এই অভিনেত্রী। গ্যাংস্টারের মতো নতুন চলচ্চিত্রটিও প্রযোজনা করবে শাপলা মিডিয়া।

জানা গেছে, ছবির নাম ‘প্রিয়া রে’। এটি নির্মাণ করবেন পূজন মজুমদার। ছবিতে রূপসার বিপরীতে দেখা যাবে শান্ত খানকে। চরাঞ্চলে ক্ষমতার টানাপড়েন ও ভালোবাসার গল্প নিয়ে ছবিটি। আগামী ১৫ এপ্রিল থেকে এর শুটিং শুরুর কথা রয়েছে।

নির্মাতা পূজন মজুমদার বলেন, ‘রূপসা ভালো অভিনেত্রী। টিভি সিরিজের কল্যাণে এখানকার দর্শকের কাছেও পরিচিত মুখ। ‘গ্যাংস্টার’ ছবির শুটিংয়ে আমাদের পরিচয়। আমার কাছে নতুন ছবির গল্প শুনে তিনি কাজটি করতে আগ্রহী হয়েছেন। কিছুদিন আগে কলকাতা থেকে রূপসার একজন প্রতিনিধি এসেছিলেন। তার মাধ্যমেই রূপসাকে চুক্তিবদ্ধ করাই।’

তিনি আরও জানান, আগামী ১৪ এপ্রিল রূপসা মুখার্জির ঢাকায় আসার কথা রয়েছে। তবে লকডাউন কারণে তার দেশে আসা ও শুটিংয়ের তারিখ পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে।

এর আগে শাপলা মিডিয়া প্রযোজিত ‘গ্যাংস্টার’ চলচ্চিত্রে রূপসার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশে এসময়ের সুপারহিট নায়ক শান্ত খান।

পরিচালক শাহীন সুমন গ্যাংস্টারের শুটিং চলাকালে ভয়েস টেলিভিশনকে বলেন, আন্ডারওয়ার্ল্ডে যা যা হয় ওই গল্পই ফুটে উঠবে গ্যাংস্টার চলচ্চিত্রে। এখানে কোনো নকলের অস্তিত্ব থাকবে না। অ্যাকশন, থ্রিলার স্বাদের ছবি হবে গ্যাংস্টার। শান্ত'র কাজের প্রতি চেষ্টা অনেক। তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে ভবিষ্যতে সিনেমায় তিনি আরও ভালো করবে বলে মনে করেন এই নির্মাতা।

বিগ বাজেটের গ্যাংস্টার ছবির একটি গানেই ব্যয় হয়েছে অর্ধকোটি টাকা। গানটি এফডিসিতে চিত্রায়ন করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41108
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ