Printed on Wed Mar 03 2021 6:51:28 AM

শাপলা মিডিয়ার প্রথম ১০ সিনেমায় নায়ক-নায়িকা যারা

আকাশ নিবির
বিনোদন
শাপলা মিডিয়ার
শাপলা মিডিয়ার
দূর্দিনে ১০০ চলচ্চিত্র নিয়ে পাশে দাঁড়ানো বাংলাদেশের বৃহৎ প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ১০টির কাজ শুরু হয়েছে। লটারী মাধ্যমে বাছাই করা ১০ জন পরিচালক পৃথকভাবে ২৪ ফেব্রুয়ারি বুধবার শুটিং শুরু করেছেন বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

এর আগে ১৬ ফেব্রুয়ারি বিএফডিসির জসিম ফ্লোরে আনুষ্ঠানিকভাবে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দেন শাপলা মিডিয়ার কর্ণধার ও খ্যাতনামা প্রযোজক মোঃ সেলিম খান। ওইদিন ১০০ জন পরিচালকের নাম যাচাই-বাচাই করে লটারীর মাধ্যমে ১০ ইউনিটে শুটিংয়ের ভাগ করে দেয়া হয়। সেখান থেকে প্রথম ইউনিটের শুটিং শুরু হচ্ছে বলে জানা গেছে।

এদের মধ্যে রয়েছে
আকাশ আচার্য্য এর পরিচালনায় ‘পরাণে পরাণ বাঁধি’। এতে অভিনয় করবেন জয় চৌধুরী ও বিপাশা।
জয় চৌধুরী ও বিপাশা

এমডি মোতালেবের পরিচালনায় `মন যারে চায়‘। এতে অভিনয় করবেন আসিফ নুর ও আফ্রি।
আসিফ নুর ও আফ্রি

জসিম উদ্দিন জাকিরের পরিচালনায় `কলিজাতে দাগ লেগেছে‘। এতে অভিনয় করবেন সুপ্ত ও শাকিলা।
সুপ্ত ও শাকিলা

মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় `মন জুড়ে তুমি‘। এতে অভিনয় করেবেন সানজু জন ও আইরিন।
সানজু জন ও আইরিন

জাফর আল মামুনের পরিচালনায় `এক পসলা বৃষ্টি‘। এতে অভিনয় করবেন আসিফ নূর, কায়েস আরজু ও আঁচল।
আরজু ও আঁচল

রেজা হাশমতের পরিচালনায় ‘জেদী মেয়ে’। এতে অভিনয় করেবেন সাইফ খান ও বিপাশা কবির।
সাইফ খান ও বিপাশা কবির

নাসির উদ্দিনের পরিচালনায় ‘বাসর ঘর’। এতে অভিনয় করবেন সাদমান সামীর ও তানহা মৌমাছি।
সাদমান সামীর ও তানহা মৌমাছি

সেলিম আজমের পরিচালনায় ‘ফেসবুক’। এতে অভিনয় করবেন শিপন ও তানিয়া ফারিন মিশু।
শিপন ও তানিয়া ফারিন মিশু

খন্দকার মোস্তাহিদুর লিটনের পরিচালনায় ‘দুই ঘণ্টা দশ মিনিট’। এতে অভিনয় করবেন তানভীর তনু ও প্রকৃতী।
তানভীর তনু ও প্রকৃতী

জেসমিন আক্তার নদীর পরিচালনায় নির্মিত হবে ‘চৈত্র দুপুর’ সিনেমা। তবে এখন পর্যন্ত অভিনেতাদের নাম জানা যায়নি।

এছাড়া শাপলা মিডিয়ার দ্বিতীয় ধাপের কাজ মার্চের ২০ তারিখ থেকে শুরু হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

আরও পড়ুন : শাপলা মিডিয়ার ১০ সিনেমায় অভিনয় করবে দেব

ভয়েস টিভি/এমএইচ/ডিএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/36843
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ